Home | দেশ-বিদেশের সংবাদ | চন্দনাইশে সাপের কামড়ে প্রাণ গেল একজনের

চন্দনাইশে সাপের কামড়ে প্রাণ গেল একজনের

নিউজ ডেক্স: চন্দনাইশে সাপের কামড়ে আবদুল মালেক (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল মালেক দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ফজল করিম সওদাগর বাড়ির মৃত শহর মুল্লুকের ছেলে।

জানা যায়, আবদুল মালেক মঙ্গলবার বৃষ্টিতে জমিতে জমে থাকা পানিতে রাতে মাছ ধরার ফাঁদ বসান। বুধবার ভোরে মাছ আনতে গেলে তাকে সাপ কামড় দেয়। পরিবারের লোকজনকে তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, ভোরে আবদুল মালেক নামে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!