নিউজ ডেক্স: চট্টগ্রাম শিক্ষাবের্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার গণিতে ১ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, চট্টগ্রাম বোর্ডের অধীনে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। কেন্দ্রগুলোতে মনিটরিং ও ব্যবস্থাপনায় কড়াকড়ি থাকায় অনিয়মের সুযোগ ছিল না। পরীক্ষায় কোথাও কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।