Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

l_177412_051658_print

নিউজ ডেক্স : চট্টগ্রামের পটিয়ায় সুভাষ বড়ুয়া নামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ জজ সৈয়দা হোসনে আরা এ রায় দিয়েছেন। দণ্ডিতরা হলেন মাহবুবুল আলম, হাবিবুর রহমান, আমিনুল হক, মিলন বড়ুয়া, আবুল কাশেম, নূরুল আলম ও সমীর দাশ। রায়ে আদালত দণ্ডিত প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

১৯৯১ সালে এসএসসি পরীক্ষার্থী সুভাষ বড়ুয়াকে নিজ ঘর থেকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় সুভাষের বাবা দিলীপ বড়ুয়া বাদী হয়ে পটিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

পুলিশ দুজনকে গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসে, সুভাষকে অপহরণের পর হাইদগাঁও পাহাড়ে নিয়ে খুন করে মরদেহ পুঁতে ফেলা হয়েছে। সুভাষের মরদেহ পরবর্তীতে আর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!