Home | শীর্ষ সংবাদ | আকাশের যত রূপ

আকাশের যত রূপ

37

_______জেসমিন সুলতানা চৌধুরী_______

আকাশের কত বিচিত্র রূপ!
রাতের আধাঁর না নামলে কখনো হতো না জানা।
দূর দিগন্তের ঐ আকাশ পানে,
তাকালেই দেখি মাটিতেই
মিশেছে হয় মনে ।
ইচ্ছে করে দেখি ছুঁয়ে একটিবার ,
কি অপরূপ সৌন্দর্য তার!
অন্ধকার রাতে চোখ ঝলসানো রূপের রহস্য
ডাকে আমায় হাতছানি দিয়ে।

বিকেলের আকাশে কি অপরূপ রূপ সূধা,
সাঝঁ আকাশে
মিঠি মিঠি আলোকবাতি
ছড়ায় হৃদয়ে দ‍্যুতি,
তারি স্নিগ্ধতা হৃদয় আবেশে ভরে যায়,
তার গভীরতা প্রবল ভাবে নাড়া দেয়,
তার এ বিশালতা,
মুগ্ধ চিত্তে তাকিয়ে দেখি। তার এ নীরবতা,
গভীর ভাবে ভাবতে শিখি।

কখনো দেখেছি তার কোমলতা,
কখনো সে রৌদ্রোজ্জ্বল,
কখনো রুদ্র, নিষ্ঠুর, হৃদয়হীন অগ্নিমূর্তি।
আবার মন খারাপের দিনে কাঁদে হৃদয় উজাড় করে
আবার কখনো সে শান্ত, স্নিগ্ধ, নির্বিকার
যায় না পরিমাপ করা কখনো তার আকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!