নিউজ ডেক্স : দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন। মরামারির একপর্যায়ে তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। আজ বুধবার (৩০ মে) সন্ধ্যা ছয়টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ ঘটনা ঘটে।
কনভেনশন সেন্টারের নিচতলায় বসার স্থান নিয়ে মারামারির সূত্রপাত হয় বলে নিশ্চিত করেন একাধিক নেতা। পরে বিএনপির সিনিয়র নেতারা ঘটনাস্থলে গেলে বিবদমান কর্মীরা সরে যান।
এ বিষয়ে দলের কোনো নেতা মিডিয়ায় কথা বলতে রাজি হননি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কয়েকটি চেয়ার ও প্লেট ভাঙা অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
অভিযোগ পাওয়া গেছে, মারামারির ঘটনার সময় বিভিন্ন মিডিয়ার ফটোসাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ওপর চড়াও হন বিবদমান কর্মীরা। এতে গাজী টিভির ক্যামেরাপার্সন ভাসুদেব ও মোহনা টিভির রাহুল দাস আহত হন।