Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে নির্মাণ শ্রমিকের মৃত্যু

111-3

নিউজ ডেক্স : চট্টগ্রামে কোতোয়ালী থানার বকসিরহাট এলাকায় ভবন থেকে পরে মো. গাফফার (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর পরিচালকের কার্যালয়ের ৭ তলা ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

নিহত গাফফার চাপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর জোড়াপুকুর এলাকায়। পিতার নাম খোকারাজ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর পরিচালকের কার্যালয়ের সাত তলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় দুর্ঘটনাবসত নিচে পরে যান নির্মাণ শ্রমিক গাফফার। এ সময় তাকে উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!