ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় হিংস্র বন্যপ্রাণীর আক্রমণে কৃষকের মৃত্যু

লোহাগাড়ায় হিংস্র বন্যপ্রাণীর আক্রমণে কৃষকের মৃত্যু

365

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি ফারেঙ্গা এলাকার গভীর অরণ্য মন্দুলার চর খামার বাড়িতে অজ্ঞাত হিংস্র বন্যপ্রাণীর আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারী সোমবার ভোরে খামার বাড়িতে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনতি পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আলমগীর।

নিহত কৃষক মোঃ মিয়া প্রকাশ জুনু মিয়া (৬৫) উপজেলার চুনতি পানত্রিশা এলাকার মৃত কাশেম আলীর পুত্র।

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষক জুনু মিয়া প্রতিদিনের ন্যায় খামার বাড়িতে অবস্থান করে কৃষি জমির ফসল পাহারা দিতেন। ঘটনার দিন সকালে জুনু মিয়ার স্ত্রী তার জন্য খাবার নিয়ে খামার বাড়িতে যান। সেখানে তাকে মৃত অবস্থায় দেখে চিৎকার শুরু করে দেন। এ সময় দেখা যায় অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে জুনু মিয়া মারাত্মকভাবে আহত অবস্থায় মৃত্যুবরণ করে প্রাণিটি তার কোমড়ের উপরে ও পাজরের নিুের স্থান থেকে এক খাবলা মাংস কামড়ে নিয়ে যায়। তখন তার নাড়িবুড়ি বের হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এলাকাবাসীর জবানবন্দী ও পারিবারিক কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার লাশ দাফন করা হয়েছে। পুলিশের ধারণা হিংস্র বাঘ কিংবা ভাল্লুকের আক্রমণে তিনি মারা গেছেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!