নিউজ ডেক্স : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর খুলশীর লালখানবাজারের পোড়া কলোনিতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার দিনভর দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
খুলশী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, পোড়া কলোনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।