নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর কে. বি. আমান আলী সড়ক থেকে বাকলিয়া থানা জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাকলিয়া থানার বড় কবরস্থান এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, গ্রেফতারকৃত শফিকুল আলম বাকলিয়া থানায় দায়ের দুটি নাশকতার মামলার আসামি। পুলিশের কাছে তথ্য আছে শফিকুলসহ অন্যান্যরা আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে বাকলিয়ায় নাশকতার পরিকল্পনা করছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।