নিউজ ডেক্স : নগরীতে অভিযান চালিয়ে পাঁচজন মোটরসাইকেল চোরকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক পাঁচজন হলেন, ইউসুফ (৩৪), আরিফ (২৬), শাহেদ (২৩), ইসমাইল (২৮) এবং আমানত উল্লাহ রাব্বি (২২)।
মঙ্গলবার (০৪ জুলাই) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। তাদের হেফাজত থেকে ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।এছাড়া আটক চোরদের হেফাজত থেকে একটি চেসিস উদ্ধার করা হয়েছে। চুরির পর মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলে বিক্রি করে চেসিসটি নিজেদের হেফাজতে রেখেছিল।
-সিটিজি টাইমস