ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে ‘গার্লস প্রায়োরিটি’ গ্রুপের এডমিন তাসনুভা কারাগারে

চট্টগ্রামে ‘গার্লস প্রায়োরিটি’ গ্রুপের এডমিন তাসনুভা কারাগারে

tas

নিউজ ডেক্স : বিভিন্ন প্রতিষ্ঠানের পেজ, গ্রুপ ও ব্যক্তিগত ফেসবুক হ্যাক করার অভিযোগে চট্টগ্রামের বহুল সমালোচিত ফেসবুক গ্রুপ গার্লস প্রায়োরিটি’র ক্রিয়েটর ও অ্যাডমিন তাসনুভা আনোয়ারকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। 

বুধবার চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাসনুভাকে কারাগার পাঠানোর আদেশ দেয়া হয়।

এর আগে উচ্চ আদালত থেকে আট সাপ্তাহের জামিন নিয়েছিলেন অভিযুক্ত তাসনুভা আনোয়ার।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কামরুজ জামান জানান, উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তাসনুভা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাসনুভাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র বলছে, একই মামলায় হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন মামলার অপর আসামি গার্লস প্রায়োরিটি’র অ্যাডমিন নাদিয়া আক্তার রুমি। পলাতক আছেন আরেক আসামি আমেনা আক্তার চৈতি। একই মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন হ্যাকার সালমান মোহাম্মদ ওয়াহিদ।

উল্লেখ্য, ইসতিয়াক হাসান গত ২৬ মে নগরীর পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। ওই মামলায় গার্লস প্রায়োরিটি  গ্রুপের স্বত্তাধিকারী তাসনুভা আনোয়ার, আমেনা চৈতী, সালমান মোহাম্মদ ওয়াহিদ, নাদিয়া আকতার রুমিকে আসামি করা হয়।

অভিযোগ রয়েছে, গার্লস প্রায়োরিটি গ্রুপের ক্রিয়েটর তাসনুভা আনোয়ারের সঙ্গে যুক্ত হয়ে হ্যাকার সালমান মোহাম্মদ ওয়াহিদ ও অ্যাডমিনরা ফেসবুক গ্রুপে বিভিন্ন জনের নামে বিভ্রান্তিমূলক পোস্ট করে ব্ল্যাকমেইলসহ নানাভাবে হয়রানি করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!