
নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজনের শরীরে ‘মিউকোরমাইকোসিস’ বা ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেলে কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল এ তথ্য জানিয়েছেন। বাংলানিউজ
এরআগে গত ২৫ জুলাই শরীরে করোনা পরবর্তী বিভিন্ন জটিলতা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হয় এই নারী। পরে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করে রোগীর শরীরে মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস রয়েছে বলে নিশ্চিত হন। নতুন করে শনাক্ত হওয়া এই রোগীর বয়স ৩৫ বছর। বর্তমানে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সুযত পাল বলেন, নারী করোনা থেকে সুস্থ হওয়ার এক নারী বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে গত ৩ দিন আগে ভর্তি হন। পরে বিভিন্ন পরীক্ষায় নিরিক্ষায় জানা গেছে রোগীটি মিউকোরমাইকোসিস রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছে। এর আগে মাসখানেক আগে আরও একজনের শরীরে এই রোগ শনাক্ত হয়।

Lohagaranews24 Your Trusted News Partner