নিউজ ডেক্স : নগরের ৩ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের (সরকারি কলেজ-২) এর উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন। বাংলানিউজ
নিয়োগ প্রাপ্তরা হলেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ সুদীপ দত্ত। যিনি ওই কলেজের অধ্যক্ষ হিসেবে এবং পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আবু মোহাম্মদ মেহেদী হাসানকে একই কলেজের উপাধ্যক্ষ করা হয়েছে। এ ছাড়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ তাহমিনা আখতার নূরকে ওই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে এবং গাছবাড়িয়া সরকারি কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক কামরুল ইসলামকে সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।