কায়সার হামিদ মানিক, উখিয়া : উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম তুমব্র“ অভ্যন্তরিন সড়কে টমটমের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ২৯ ডিসেম্বর সকাল ১১ টার সময় তুমব্র“ সড়কের পশ্চিম কুল নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহত ব্যক্তি ফকির আহাম্মদ (৭২) ঘুমধুম ইউনিয়নের পশ্চিম কুল গ্রামের বাসিন্দা। আহত অবস্থায় তাকে কুতুপালং এসএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।