এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে নিয়ন্ত্রণহারা প্রাইভেট কারের সাথে যাত্রীবাহী সিএনজি চালিত টেক্সি ও ব্যাটারি চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরতর আহত হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে কানুরাম বাজার-গাবতল সড়কের আরাইনজ্যা বাপের ঘাটায় এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্যা জেসমিন আক্তার ও সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে গাবতলমুখি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখি যাত্রীবাহী টেক্সি ও রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহিলাসহ ৪ জন গুরতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। দূর্ঘটনায় নিয়ন্ত্রণহারা প্রাইভেট কারটি উল্টে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে টেক্সি ও রিকশা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনা কবলিত গাড়ি ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, দূর্ঘনার ব্যাপারে তাকে কেউ অবগত করেননি। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।