নিউজ ডেক্স : চট্টগ্রামে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। আটক দুজন সেনাবাহিনীর সিপাহী পদে কর্মরত আছেন বলে জানিয়েছেন ওসি সৈয়দুল মোস্তফা।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে তাদের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে আটক করা হয়েছে।
আটক দুজন হলেন নেত্রকোণার মো. সিহাব উদ্দিন (৩৮) এবং নাটোরের শফিকুল ইসলাম (২৮)।
ওসি সৈয়দুল মোস্তফা বলেন, দুজন চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত আছেন। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বাস থেকে তারা মইজ্যারটেক এলাকায় নেমে যান। আমাদের সাদা পোশাকের টিমের সদস্যদের সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশি করে। সেখানে ইয়াবাগুলো পাওয়া যায়।
আটক দুজনকে আইন অনুযায়ী সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।