
নিউজ ডেক্স : কক্সবাজার সদরের চৌফলদন্ডী পশ্চিম হিন্দুপাড়ায় বসত ঘরের মাটির দেয়াল চাপায় ভক্তিরানী দে (১৬) নামে এক ছাত্রীর মৃত্যুর হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত ভক্তিরানী দে ওই এলাকার নুনুরাম দের মেয়ে। সে স্থানীয় সাগরমনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বলে জানান প্রধান শিক্ষক নুরুল ইসলাম।

তিনি জানান, নিহতের পরিবারকে তাৎক্ষণিক স্কুল তহবিল থেকে ৩ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
পরিবার সূত্র জানায়, ভক্তিরানী দে প্রতিদিনের ন্যায় তার ঘরে ঘুমিয়ে পড়ে। পার্শ্ববর্তী ঝন্টু দের বাড়ির মাটির দেয়াল ধসে পড়ে পাশের কক্ষে ঘুমানো ভক্তি চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খাইরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কক্সবাজার সদর থানার ওসি রনজিত বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ স্থানীয় ভাবে সৎকারের অনুমতি দেয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner