
নিউজ ডেক্স : কক্সবাজারের কলাতলী কাটাপাহাড় থেকে টেকনাফ সীমান্তের তালিকাভুক্ত ইয়াবা কারবারি শামশুল আলম মার্কিনের (৫০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মার্কিন ছিলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। কক্সবাজার সদর থানা পুলিশ গতকাল শনিবার সকালে মার্কিনের মৃতদেহ উদ্ধার করে। এ সময় মৃতদেহের পাশে একটি অস্ত্র ও বেশ কিছু ইয়াবাও পড়ে ছিল।
মার্কিনের পারিবারিক সূত্র জানায়, দুই দিন আগে কক্সবাজার যাওয়ার পথে মার্কিন নিখোঁজ হন।
গতকাল সকালে কক্সবাজার শহরতলির কলাতলী কাটাপাহাড় নামক স্থানে গোলাগুলির খবর পাওয়া যায়। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল কাটাপাহাড়ে গিয়ে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ, একটি দেশীয় অস্ত্র ও কিছু ইয়াবা উদ্ধার করে। পুলিশ লাশটি কক্সবাজার মর্গে পাঠায়। পুলিশের সন্দেহ, ইয়াবা কারবারিদের মধ্যে গোলাগুলিতে মার্কিন নিহত হয়ে থাকতে পারেন।
সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার মৃত মৌলভী আলী হোছাইনের ছেলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি মার্কিনের স্বজনরা সংবাদ পেয়ে লাশ শনাক্ত করে। নিহতের ভাই আবদুস সামাদ মর্গ থেকে তাঁর ভাইয়ের মৃতদেহ গ্রহণের সত্যতা স্বীকার করেন।
টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, নিহত মার্কিনের বিরুদ্ধে টেকনাফ থানায় চারটি মাদকের মামলা রয়েছে।