এলনিউজ২৪ডটকম: সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খানকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় লোহাগাড়ার চুনতিতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ মার্চ) রাতে ইউনিয়নের মুন্সেফ বাজার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু ও চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানে আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তারা সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খানকে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বেগম ওয়াসিক আয়েশা খান চুনতির পুত্রবধু ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সারের কন্যা।