এলনিউজ২৪ডটকম : ওমানে সড়ক দূর্ঘটনায় লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৭টায় (ওমান সময়) এ দূর্ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশীদ (৩৬) লোহাগাড়া উপজেলার উত্তর বড়হাতিয়া মোহছেন চৌধুরী পাড়ার নুরুল ইসলাম সওদাগরের ছেলে ও ৩ পুত্র সন্তানের জনক। স্থানীয় চিকিৎসক মুহাম্মদ খালেদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দীর্ঘদিন পূর্বে হারুন জীবিকা নির্বাহের জন্য ওমানে গিয়েছিলেন। সর্বশেষ প্রায় দেড় বছর পূর্বে তিনি দেশে এসেছিলেন। ঘটনার দিন কাজের যাবার পথে মেজোয়া স্কিনি এলাকায় সড়ক দূর্ঘটনায় তিনি ঘটনাস্থলে নিহত হন।
হারুনের মৃত্যুর খবর পরিবারে পৌঁছলে আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।