
নিউজ ডেক্স: মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একই ইউনিয়নের সাত প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ২০ মিনিট) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মোহাম্মদ আমিন সওদাগর (পিতা: আলী আকবার সেরাং), আরজু (পিতা: শহীদ উল্লা), মোহাম্মদ বাবলু (পিতা: মনু মিয়া), সাহাব উদ্দিন (পিতা: সিদ্দিক আহমেদ), মোহাম্মদ রকি (পিতা: ইব্রাহিম মিস্ত্রি) এবং জুয়েল (পিতা: জামাল উদ্দিন)। আরও একজনের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের প্রবাসী শিপন ও সজীব চৌধুরী জানান, নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। বুধবার দুপুরে কাজ শেষে ফেরার পথে দুকুম সিদরা এলাকায় তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে।
তারা জানান, একটি বেপরোয়া গতির গাড়ির কারণে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মরদেহগুলো স্থানীয় দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner