এলনিউজ২৪ডটকম : সাতকানিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি পরিচালনা কমিটির নির্বাচন আজ ৯ আগষ্ট বুধবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী’র একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সহ- সভাপতি নুরুল এমরান সিকদার, সাধারণ সদস্য মো: শাহ আলম, মাহাবুবুল আলম, আরতী চৌধুরী ও খালেদা বেগম।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: সেলিম হেলালী, বি.আর.ডিবি অফিসের জুনিয়র অফিসার মোঃ নাছির উদ্দিন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শিব্বির আহমদ।
জানা যায়, মামলা জনিত কারণে গত ১৯ বছর যাবত এ সমিতির নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়নি।
একইদিন বিকেল ৪টায় নবনির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা হারেজ মোহাম্মদ, মো. জুনাঈদ, কাজী এনামুল হক, ছদাহা ইউপি যুবলীগ মোহাং রুবেল, মোঃ আবছার উদ্দীন সুমন, রাবউল, তাজুল, তারিক ও এওচিয়া ইউনিয়ন সমিতির সভাপতি মনির আহমদ প্রমুখ।