নিউজ ডেক্স : লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে নগরজুড়ে প্রশাসন, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মধ্যে একটি প্রাইভেট কারে গাদাগাদি করে আটজন বসায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে নগরের খুলশী থানার ওমর গণি এম ই এস কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় না রেখে সুপারশপ শপিং ব্যাগের ৭ জন কর্মী ড্রাইভার নিয়ে একটি প্রাইভেট কারে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছিলেন।
সামাজিক দূরত্ব বজায় না রেখে বিপদজনকভাবে যাতায়াত করায় সুপারশপ শপিং ব্যাগের পরিচালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। বাংলানিউজ