এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে বড়হাতিয়া ইউনিয়নে ২ নাম্বার ওয়ার্ডের হরিদারঘোনা পল্লানের পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হল ওই এলাকার আজিজুল হকের পুত্র সাড়ে তিন বছর বয়সী আবির হোসেন ও আদিল হোসেন।

স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমজ শিশু আবির ও আদিলের মা পারভিন আক্তার অসুস্থতার কারণে ঘরের বিছানায় শয্যাশায়ী। শিশুরা মায়ের অগোচরে আম কুড়াতে ঘর থেকে বের হয়।
এ সময় তারা খেলাচ্ছলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদেরকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে তাদেরকে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শিশুদের মামা মো. ফারুক জানান, তার বোনের জমজ এই দুই ছেলে ছিল। আর কোনো সন্তান নেই। তারা দুনিয়ায় এলো একসাথে, চলে গেলেও একসাথে। শিশুদের দেখাশোনা করতেন তাদের দাদা। গত এক সপ্তাহ আগে তিনিও মারা গেছেন। বাবা হারানোর শোকের মাঝেই ভগ্নিপতি আজিজুল হক দুই সন্তানকে হারালেন। এদিকে, ছয় মাস যাবত তার বোন অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। জমজ শিশুদের হারিয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যুর ব্যাপারে থানায় কেউ অবগত করেন নাই।