লোহাগাড়াবাসী ও দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য হোছাইন মুহাম্মদ শারফু।
তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) ও তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.) কোরবানির কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। আত্মসমর্পণ ও এ আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেন। আল্লাহর নির্দেশে পশু কোরবানির বিধান সেই থেকে শুরু এবং হযরত ইব্রাহিম (আ.) যতদিন জীবিত ছিলেন ততদিন প্রতিবছর পশু কোরবানির মাধ্যমে আল্লাহর আনুগত্যের আদর্শ প্রতিষ্ঠার নজির সমুন্নত রাখেন। মহানবী হযরত মুহম্মদ (সা.) কোরবানির এই মহান আদর্শ বহাল রাখতে আদিষ্ট হন এবং তিনিও প্রতিবছর কোরবানি করেছেন। তিনিই এই প্রথা অনুসরণের জন্য তার উম্মতকে নির্দেশ দিয়ে গেছেন। পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহপাকের কাছে আত্মসমর্পণ ও আত্মত্যাগের ঐকান্তিক আবেগ প্রকাশের সুযোগ নিয়ে আসে ইদুল আযহা।

সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিকভাবে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদুল আযহা থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।