নিউজ ডেক্স : নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনে সুযোগ নেয়ার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের সঙ্গে ফোনে কথা বলা নাওমি পরিচয় দেয়া সেই তরুণ আটক হয়েছেন।

তার পুরো নাম মিনহানুর রহমান নওমি। রবিবার সকালে কুমিল্লা থেকে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুরে আমীর খসরু সঙ্গে নওমি নামের ওই যুবকের ফোনালাপের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে।

এই রেকর্ডে আমির খসরুর কণ্ঠে বলা হচ্ছিল, এই আন্দোলনে দুই, চারশ পাঁচশ মানুষ যেন নেমে যায়। আর দেরি করলে আন্দোলন ডাই ডাউন (কমে যাবে) বলেও সতর্ক করা হয়।
নওমি জানান, তিনি এই ব্যবস্থা করছেন, সবার সঙ্গে যোগাযোগ করছেন।
আমির খসরু এই কথোপকথনের কথা অস্বীকার করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সংবাদ সম্মেলন করে এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে কুমিল্লা পুলিশ নওমিকে শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা শুরু করে।
এই ঘটনার পর শনিবার রাতেই চট্টগ্রামে আমীর খসরুর বিরুদ্ধে মামলা করেছেন মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।