এলনিউজ২৪ডটকম : আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল ১৪ জুন বিকেলবেলা অনুষ্ঠিত হয়। রাজঘাটাস্থ একটি কিন্ডার গার্টেন স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া ফারুক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল হামিদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য দিদারুল আলম বাবুল, কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গাজী মোঃ ইছহাক, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন বড়–য়া রুনা, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন ও সাংবাদিক মাহমুদুল হক প্রমুখ।
সমাবেশে আমন্ত্রিত অতিথিরা ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্নস্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।