
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি পাড়ার আবু বক্কর সিদ্দিক (রাঃ) ইবতেদায়ী মাদ্রাসার নার্সারীতে অধ্যয়নরত এক ছাত্রীর উপর ৩০ এপ্রিল সকালে অমানবিক নির্যাতন চালিয়েছে শিক্ষক।
আহত ছাত্রীর নাম মিফতাহুল জান্নাত। সে আমিরাবাদ দক্ষিণ হাছির পাড়ার আইয়ুব আলীর কন্যা বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষকের নাম জামাল হোসেন প্রকাশ জামাল হুজুর।

আহত ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, মাদ্রাসায় পরীক্ষা না দেয়াকে কেন্দ্র করে ছাত্রী মিফতাহুল জান্নাতের উপর বেত দিয়ে অমানবিক আঘাত করে ওই শিক্ষক।
অপরদিকে, অভিযুক্ত শিক্ষককে না পাওয়ায় এ ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner