নিউজ ডেক্স : বান্দরবানের লামা উপজেলার আজিজনগর থেকে পুলিশ এক ব্যক্তির লাশ ও একটি কঙ্কাল উদ্ধার করেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার দুপুরে হিমছড়ি ও হরিনঝিড়ি এলাকা থেকে পুলিশ লাশ ও কঙ্কালটি উদ্ধার করে।
লাশ ও কঙ্কাল- দুটিই ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজিজনগর ইউপির চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, হিমছড়ি এলাকা থেকে মো. জামাল (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের কাছ থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
অন্যদিকে হরিনঝিড়ি এলাকা থেকে পুলিশ একটি কঙ্কাল উদ্ধার করেছে। স্থানীয়রা ধারণা করছেন, কঙ্কালটি গত এক মাস আগে নিখোঁজ হারুনুর রশিদ (২৩) নামের এক যুবকের। তবে পুলিশ এখনো এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সঠিক ঘটনা জানার জন্য লাশ ও কঙ্কাল- দুটিই ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
-সিটিজি টাইমস