Home | দেশ-বিদেশের সংবাদ | গোপন বৈঠকে তালেবান-সিআইএ

গোপন বৈঠকে তালেবান-সিআইএ

আন্তর্জাতিক ডেক্স : আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান নেতা আবদুল গানি বারাদারের সঙ্গে গোপনে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি-সিআইএ-এর পরিচালক উইলিয়াম বার্নস।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট ও এসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে। কাবুল বিমানবন্দরে চলমান কার্যক্রমের মধ্যেই তালেবান নেতা বারাদারের সঙ্গে এ গোপন বৈঠক করেন বার্নস।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় আফগানিস্তান থেকে প্রায় ১৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সেনারা ঘোষিত ৩১ আগস্টের মধ্যে নিজেদের নাগরিক ও মিত্রদের সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওপর এ সময়সীমা বাড়ানোর চাপ ক্রমেই বাড়ছে। ভার্চ্যুয়াল জি-সেভেন শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্য সময়সীমা বাড়ানোর পক্ষে তদবির করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!