এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নুরুল আবছার (৫৭) ইন্তেকাল করেছেন।
আজ ১৩ আগষ্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়ার মৃত হাজী মো: ইউসুপের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ নানা দূরারোগ্য রোগে ভোগছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার চৌধুরী লোহাগাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তারের স্বামী।