
আওয়ামী লীগের নিজস্ব অফিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেক্স : রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নবনির্মিত ১০তলা ভবনের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নতুন দশতলা ভবনে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা।
আজ শনিবার সকাল ১০টার দিকে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে কার্যালয়ের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ।

আওয়ামী লীগ নেতারা জানান, দলীয় সব সাংগঠনিক কার্যক্রম বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নতুন কার্যালয় থেকেই পরিচালিত হবে। আর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে নির্বাচনী কার্যক্রম ও দলীয় সংস্থাগুলোর গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।
ভবনের জন্য ৮ কাঠার জায়গাটি সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নেয়া হয়েছে। বিদ্যুৎসহ অন্যান্য বকেয়া বিল হিসেবে ১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। দলীয় ফান্ড থেকে ১০ কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner