ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | অপরাহ্নে ভোরের পাখি

অপরাহ্নে ভোরের পাখি

185

_______ফিরোজা সামাদ_______

কোনো অপরাহ্নে বা গোধুলি সন্ধ্যায়
যদি ঝরা ফুলের ছায়ায়
শুকনো পাতার মর্মরে
বিষাদের সকরুণ সুরে গান গেয়ে যায়
ভোরের পাখি ?
যদি হৃদপিণ্ডের পাড় ভেঙে
বিরহের ঢল নেমে প্লাবিত হয়
মনের নিকানো গোছানো ছোট্ট
সুখের অাঙিনা টুকুন ?

ভোরের পাখি কারণে অকারণে
ডেকে ডেকে জ্বালাতন করে যদি
নিঃসঙ্গ জীবনের সুখ নীড়ে ?
দুঃখের অাখরে ভরে দেয় সাজানো স্বপ্ন,
তবে কি অামি প্রতিক্ষায় থাকি?
গাঢ়ো বেদনার মতো ঘনোঘোর তমসা
ঢেকে দিয়ে যায় একাকি অামায়
হয়তো কখনো মলিন অাঁধারে
ঢাকেনা হৃদয়ের অাকাশ !

ভোরের পাখি কি জানেনা ?
নয়তো পাখি নিয়ম কানুন মানেনা
তাইতো অসময়ে কিছু সুর কিছু গান
বয়ে নিয়ে অাসে ততোদিন,
যতোদিন মরন নদী জীবন সঙ্গমে
না হয় লীন !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!