Home | দেশ-বিদেশের সংবাদ | অনির্দিষ্টকালের ধর্মঘটে স্বর্ণ ব্যবসায়ীরা

অনির্দিষ্টকালের ধর্মঘটে স্বর্ণ ব্যবসায়ীরা

image-33065

নিউজ ডেক্স : রাজধানীতে আপন জুয়েলার্সের ৫টি শাখাসহ কয়েকটি জুয়েলারি প্রতিষ্ঠানকে হয়রানির প্রতিবাদ ও স্বর্ণ আমদানিতে সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। বৃহস্পতিবার সমিতির মুখপাত্র মো. খুরশিদ আলম বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবিলম্বে হয়রানি বন্ধ ও স্বর্ণ আমদানির জন্য সুষ্ঠু নীতিমালা প্রণয়নের দাবিতে আমরা শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে। এর আগে সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান খুরশিদ আলম।

সম্প্রতি একযোগে আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালায় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ সময় বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার অলঙ্কার জব্দ করা হয়। পরবর্তীতে গত ১৭ মে শুল্ক গোয়েন্দার কার্যালয়ে আপন জুয়েলার্সের সত্ত্বাধিকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় এসব স্বর্ণ ও হীরার সব ধরনের কাগজপত্র থাকার দাবি করলেও কোনোটাই দেখাতে পারেননি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!