_____ফরিদা আক্তার_____
একে একে পেরিয়ে এলাম 50 বছর জীবনে
প্রতিদিনই চেয়েছিলাম 100% সুখী হতে
কিন্ত, কখনো তা হয়নি এতগুলো দিনে।
কোন দিন কেটে গেছে হতাশায়
কোন দিন কেটে গেছে ব্যস্ততায়
কখনো আবার কেটেছে দিন
জীবিকার সন্ধানে।
যে দিন কেটেছে পাওয়ার আনন্দে
সেদিনও ছিল না পাওয়ার হিসাব পরক্ষণে।
কখনো কেটেছে দিন শারীরিক অসুস্থতায়
কোন দিন কেটেছে আবার না পাওয়া কামনায়।
যে দিন কাটিয়েছি সম্ভোগে
সেদিনও বুঝেছি অনুভবে
সুখ কতো ক্ষণস্থায়ী জীবনে।
জীবনের এতগুলো বছর পেরিয়ে আজ
এটাই ভাবি ভাবি আনমনে
এমন কোন দিন পাইনি আমি
শত চেষ্টায় এতগুলো দিনে
বলতে পারি যেদিন 100% সুখী ছিলাম সারাদিনে।