ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

নিউজ ডেক্স : আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৩ শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।  

বুধবার (১২ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপিকে এই সমাবেশ করার সময় বেঁধে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তর থেকে এক চিঠিতে ২৩ শর্তসাপেক্ষে সমাবেশ করার এই অনুমতি দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে লেখা সমাবেশের অনুমতির চিঠিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষে সই করেছেন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু কমিশনার সৈয়দ মামুন মোস্তফা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সমাবেশের অনুমতির বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সমাবেশ করার ক্ষেত্রে ডিএমপির নির্দেশনা অনুযায়ী ২৩টি শর্ত দলটিকে মেনে সমাবেশ করতে হবে।

এদিকে আগামীকাল রাজনৈতিক দল আওয়ামী লীগের সমাবেশ রয়েছে। তাই তাদেরও ডিএমপির পক্ষ থেকে ২৩টি শর্তসাপেক্ষে সমাবেশ করার অনুমোতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!