ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ১৮ এপ্রিল সৌদিতে সিনেমা হল চালু হচ্ছে

১৮ এপ্রিল সৌদিতে সিনেমা হল চালু হচ্ছে

110943Cinema

নিউজ ডেক্স : অবশেষে প্রেক্ষগৃহ খোলার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তসংস্থা জানায়, মার্কিন জায়ান্ট এএমসি এন্টারটেইনমেন্টকে এ কাজের দায়ভার দেওয়া হয়েছে। তারা আগামী ৫ বছরে সৌদির ১৫টি শহরে ৪০টি সিনেমা হল নির্মাণ করবে।

তাই বলে কাজ যে সবেমাত্র শুরু হয়েছে তা নয়। এ মাসের ১৮ তারিখেই রিয়াদে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখবে দর্শকরা। সৌদির উদারপন্থী হওয়ার দীর্ঘ পথযাত্রার অংশ হিসবে চালু হতে যাচ্ছে সিনেমা হল। সিনেমা সংক্রান্ত বিষয়ে যেসব নিষেধাজ্ঞা ছিল গত বছর তা তুলে নেওয়া হয়েছে।

সৌদির তথ্য মন্ত্রণালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানায়, এমএমসি এ রাজ্যের প্রথম থিয়েটার উদ্বোধন করতে যাচ্ছে রিয়াদে। এপ্রিলের ১৮ তারিখ তা খুলবে।

গত ডিসেম্বরে এএমসি এন্টারটেইনমেন্ট সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তারা সৌদ রাজ্যে সিনেমাহল তৈরি এবং সেগুলো চালানোর কাজটি করবে।

দেশটির তথ্যমন্ত্রী আওয়াদ আলাওয়াদ এক বিবৃতিতে জানান, সিনেমাহল চালু করার প্রথম লাইসেন্স প্রদান আয়োজকদের জন্যে দারুণ গুরুত্বপূর্ণ বিষয়। সৌদির বাজার বিশাল। দেশের বেশিরভাগ মানুষ তাদের প্রিয় সিনেমাগুলো হলে বসে দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন।

আন্তর্জাতিক মানের থিয়েটার চেইনগুলো দীর্ঘদিন থেকেই মধ্যপ্রাচ্যের এই কিংডমে চোখ রেখেছে। এখানে ৩০ মিলিয়নের বেশি দর্শকের সিনেমার বাজার রয়েছে। আর তাদের বেশিরভাগের বয়স ২৫ বছরের নিচে।

অনুমতি পেলেও এএমসি-কে শক্ত প্রতিযোগিতায় নামতে হবে দুবাই-ভিত্তিক ভক্স সিনেমাসের সঙ্গে। মধ্যপ্রাচ্যে এরাই শীর্ষ অপারেটর।

সূত্র : ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!