Home | দেশ-বিদেশের সংবাদ | সড়ক দুর্ঘটনায় দুই রোহিঙ্গা নিহত

সড়ক দুর্ঘটনায় দুই রোহিঙ্গা নিহত

accident-e-1548312287800

নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই রোহিঙ্গা হলেন- শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ১১ নম্বর ব্লকের বাসিন্দা আমির হামজার দুই ছেলে মোহাম্মদ আইয়ুব ও মোহাম্মদ নূর। আহতরা হলেন আমির হামজা, আবুল হোছাইন, দিলদার বেগম, শিশু জোবায়ের ও অটোরিকশাচালক শামশুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ২টার দিকে টেকনাফগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার দুই যাত্রী। এ সময় আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!