Home | লোহাগাড়ার সংবাদ | সালতামামি ২০১৬ : লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১৬ : আহত শতাধিক

সালতামামি ২০১৬ : লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১৬ : আহত শতাধিক

123

মারুফ খান : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় ২০১৬ সালে সড়ক দূর্ঘটনায় নিহত ১৬ জন ও আহত হয়েছেন শতাধিক। পুরো বছরের সড়ক দূর্ঘটনার সংবাদগুলো পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। তবে দোহাজারী হাইওয়ে থানা সূত্র মতে, নিহত ১৫ ও আহত ১৯ জন।

২ মার্চ লোহাগাড়া থানা ভবনে সন্নিকটে বাস চাপায় নিহত হয়েছে ৩ জন। এ দূর্ঘটনায় আহত হয়েছে ৩ জন।

৬ এপ্রিল লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে সামনে মোটরসাইকেল-মিনিট্রাকের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন লোহাগাড়া থানার এসআই মোস্তফা কামাল।

৮ এপ্রিল পুটিবিলা সিকদার পাড়ায় ট্রাকের ধাক্কায় এক শিশু।

১৫ এপ্রিল আধুনগর বাজার এলাকায় বাস- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন। এ ঘটনায় আহত হয়েছিল ১ জন।

১১ জুন আমিরাবাদ রাজঘাটা এলাকায় টমটম ও বাসের মুখোমুখি সংঘষে আমিরাবাদ ইউনিয়নের এক মহিলা সদস্যা ঘটনাস্থলে নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছিল আরো ২ জন।

৩ জুলাই চুনতি বনপুকুর এলাকায় বাস- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন ঘটনাস্থলে নিহত ও ২ জন আহত হয়েছিল।

৮ জুলাই লোহারদিঘী পাড়া এলাকায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছিল।

১১ জুলাই চুনতি বনপুকুর এলাকায় পিকনিকবাহী বাস খাদে পড়ে ২০ জনের মতো আহত হয়েছিল।

১২ জুলাই চুনতি জাঙ্গালিয়া এলাকায় ২ মোটরসাইকেলারোহী আহত হয়েছিল।

২২ জুলাই চুনতি খানদিঘী এলাকায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছিল।

১১ অক্টোবর চুনতি হাজী রাস্তার মাথায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২১ জনের মতো আহত হয়েছিল।

২৬ নভেম্বর বার আউলিয়া ডিগ্রী কলেজ গেইটের সামনে বাসের ধাক্কায় মসজিদের এক মুয়াজ্জিন নিহত হয়েছিল।

৩ ডিসেম্বর আধুনগর বাজার এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছিল।

দোহাজারী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তাদের থানার আওতাধীন মোজাফ্ফরবাদ থেকে লোহাগাড়ার সীমান্ত এলাকা জাঙ্গালীয় মাজার গেইট পর্যন্ত। তার মধ্যে ২০১৬ ইং সালে সাতকানিয়া এলাকায় ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। চন্দনাইশ এলাকায় ৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ মিজানুর রহমান বলেন, অদক্ষ চালক, বেপরোয়া গাড়ি চালানো ও আঁকাবাঁকা সড়কের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া সীমানা সড়ক দূঘটনা বেশি হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!