Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | নবীজির অাদর্শে গড়ে উঠুক সকলের জীবন : সোলাইমান কাসেমী

নবীজির অাদর্শে গড়ে উঠুক সকলের জীবন : সোলাইমান কাসেমী

46511228_192728238336741_4240554694629392384_n

লোহাগাড়ার বড়হাতিয়ায় পবিত্র মাহে রবিউল অাউয়াল উপলক্ষে অালহাজ্ব মাওলানা নুরুল কবির রহ: ও প্রতিবেশীর উদ্যোগে প্রবর্তিত ১২ দিন ব্যাপী ২৮ তম পবিত্র ঈদে-মিলাদুন্নবী সা: মাহফিলের দশম দিবসের ওয়ায়েজ অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন- মুহাম্মদ সা: বিশ্বমানবতার প্রাণপুরুষ। সর্বকালের সর্বমহামানব। অাজ থেকে দীর্ঘ সাড়ে চৌদ্দশ বছর পূর্বে এসেও পৃথিবীকে যে বার্তা ও সমাজ উপহার দিয়ে গেছেন, পৃথিবীর ইতিহাসে তার কোন নজির নেই। যে জ্ঞান তিনি বিতরণ করে গেছেন, তার কোন কূল-কিনারা নেই। যে বৈজ্ঞানিক কথা তিনি বলে গেছেন, বর্তমান বিজ্ঞানেরর স্বর্ণযুগে এসেও পৃথিবীর সকল বিজ্ঞানীরা তাঁর বলা কথার সত্যতা স্বীকার করছেন। যে পথ ও পন্হা বলে গেছেন তা অাজো মুক্তির সেরা পথ। যে মানবতার পাঠ পড়িয়েছেন তা অাজো পৃথিবীর সেরা সবক। তাই অামাদের সকলের জীবনকে নবীজির অাদর্শে গড়ে তুলতে হবে। মাহফিল কমিটির অাহবায়ক ও বড়হাতিয়া ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত হুসাইনের সঞ্চালনায় ও অালহাজ্ব মাওলানা ওমর সাহেবের সভাপতিত্বে অনুষ্টিত মাহফিলে তাকরীর পেশ করেন বড়হাতিয়া তৈয়বের পাড়া জামে মসজিদের খতীব মাওলানা ফেরদৌস সাহেব ও কাকরা তাজুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা বশির অাহমদ সাহেব। অামন্ত্রিত মেহমান হিসেবে উপস্হিত ছিলেন নুরুল অামিন কোম্পানী, মুহাম্মদ অাইয়ুব ও মুহাম্মদ শাহাব উদ্দিন। ইসলামী গবেষক মাওলানা সোলাইমান অারো বলেন-মুসলিম সমাজ যদি বিশ্বনবী মুহাম্মদ সা: এর অাদর্শ জীবনের প্রতিটি পরতে পরতে পালন করে, তবে পৃথিবীতে শান্তি নেমে অাসবে। মানুষ যদি সুখী পরিবার গঠনে প্রিয়নবী সা: কে মডেল সাব্যস্ত করে, তাহলে সমাজে পরিবার ভাঙ্গন ব্যাধিটি সহসাই শতভাগ দূরীভূত হবে । পরিশেষে মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!