ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

সাতকানিয়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

নিউজ ডেক্স : সাতকানিয়ায় দূরপাল্লার বাসের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উপজেলার কেরানিহাট আশশেফা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুত্র আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী উদ্ধার কাজ চালিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় কক্সবাজার থেকে আসা ফেনীগামী স্টারলাইন (ঢাকা মেট্রো ব-১৫-৮৩৫৭) বাসের সাথে চট্টগ্রাম শহর ছেড়ে আসা লোহাগাড়ামুখী একটি মিনিবাসের ( ঢাকা মেট্রো জ-১৪-১৯০৯) মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে কমপক্ষে ১০জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

এরা হলেন চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার লুৎফুর রহমান (৩৪), পদ্মা ব্যাংক লোহাগাড়া শাখার কর্মকর্তা নজরুল ইসলাম (৩৭), সাতকানিয়ার ছদাহার ৮ নং ওয়ার্ডের আবু তাহের (৬০), লোহাগাড়ার পদুয়া মালি পাড়ার নুরুল ইসলাম (৫১)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অবশিষ্ট ৬ জনের পরিচয় পাওয়া যায়নি। লুৎফুর রহমান ও নজরুল ইসলামের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, ‘আহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। দুই বাসের চালকরা পালিয়ে গেছে। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’ -চট্টগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!