ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৯

সাতকানিয়ায় বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৯

নিউজ ডেক্স : সাতকানিয়ায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শ্যামলী বাসের মালিক দক্ষিণ ঢেমশা খুল্যা বলির বাড়ি এলাকার আবদুর রশিদের পুত্র মো. লোকমান বাদি হয়ে সাতকানিয়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় সাবেক জামায়াত সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ১৫ জনকে এজাহারনামীয় এবং ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

এদিকে, বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে অভিযান চালিয়ে পুলিশ এসব আসামীদের গ্রেফতার করে।

উল্লেখ্য, গতকাল সোমবার ভোরে সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়কের পাশে ভাই ভাই মটরস ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে থাকা দুই শ্যামলী ও একটি হানিফ বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃতরা হলো ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা কুলাল পাড়ার মো. ইউসুফের পুত্র মো. লোকমান (৪৫), পূর্ব ছদাহা সন্দ্বীপপাড়ার মৃত এনু মিয়ার পুত্র আবদুস শুক্কুর (৪২), ছদাহা নয়া পাড়ার মৃত আবদুল বারেকের পুত্র মো. সোহাগ (৩২), বাজালিয়া চৌধুরী পাড়ার রফিক আহমদ চৌধুরীর পুত্র মাসুদ চৌধুরী (৪৫), ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা বড় বাড়ির আবু বক্করের পুত্র মো. বেলাল উদ্দিন (৩৫), উত্তর ঢেমশা দরবেশ পাড়ার কবির আহমদের পুত্র মো. জসিম উদ্দিন (৪৮), নলুয়া ইউনিয়নের মরফলার মৃত আহমদ হোসেন প্রকাশ মদনের পুত্র জমির উদ্দিন (৩৮), পূর্ব নলুয়া বড় বাড়ির বাদশা মিয়ার পুত্র সাদেক হোসেন (৩২) ও দক্ষিণ কাঞ্চনা গুরগুরি সিকদার বাড়ির মো. রফিকের পুত্র জিহাদ মাহমুদ (২২)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, বাসে আগুন দেয়ার ঘটনায় শ্যামলী বাসের মালিক মো. লোকমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মামলার এজাহারনামীয়সহ ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদেরকে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। -আজাদী অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!