Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ৮ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ৮ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দুই চেয়ারম্যান ও ছয় মেম্বার প্রার্থীর সমর্থকদের ৮ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত বড়হাতিয়া ও চুনতি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানান, প্রার্থীর সমর্থকরা ডাম্পার গাড়ি নিয়ে গণজমায়েত করে মিছিল করা ও নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় ৮ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন দেওয়াল, গাছ, অটোরিক্সা, মোটরসাইকেল, জিপ গাড়ি ও স্থাপনায় সাঁটানো প্রার্থীদের নির্বাচনী পোস্টার অপসারণ করা হয়েছে। কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ছয় ইউনিয়ন যথাক্রমে বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!