ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় নির্বাচনী সহিসংসতায় প্রার্থীসহ আহত ১৬

লোহাগাড়ায় নির্বাচনী সহিসংসতায় প্রার্থীসহ আহত ১৬

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া নির্বাচনী সহিসংসতায় প্রার্থীসহ ১৬ জন আহত হয়েছেন। রোববার ( ২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নগুলো হল- বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতি।

আহতরা হলেন, উপজেলা পদুয়া ইউনিয়নের নয়া পাড়ার দানু মিয়ার পুত্র মো. হামিদ (৩৬), আলী সিকদার পাড়ার আহমদ কবিরের পুত্র ভূট্টো (৫০), জিন্নাত আলী পাড়ার আহমদ কবিরের পুত্র এরশাদুল করিম (২৫), মো. হোসেনের পুত্র মো. ফারুক (৪০), হদ্দলী পাড়ার আলী আহমদের পুত্র ইমন হোসেন (১৬), মালী পাড়ার এয়াকুব আলী পুত্র আইয়ুব আলী (৫৫), মীর পাড়ার আবদুল মোমেনের পুত্র শাহেদ হোসেন (৩৫), হানিফের পাড়ার মো. ইউসুফের পুত্র হাজী রহমত উল্লাহ (৭৪), পদুয়া মল্লিক ছোবহান এলাকার আবুল বশরের পুত্র নুরুল আমিন (৩০), কলাউজান ইউনিয়নের হিন্দুর হাট এলাকার কবির আহমদের মেয়ে রুজিনা আক্তার (৪২), উত্তর কলাউজান হিন্দুর হাট এলাকার ইউসুফ সিকদারের পুত্র তাজ উদ্দিন (৩৮), আনজু সওদাগরের পাড়ার নুরুন্নবীর মেয়ে কহিনুর আক্তার (৪০), পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান এলাকার আবুল হোসেনের পুত্র মো. মহসিন (৪৭), কক্সবাজার সদরের চৌধুরী পাড়ার মো. ইউনুছের পুত্র মো. ওমর ফারুক (৩৭) ও সাতকানিয়ার ছদাহা এলাকার মো. জহির উদ্দিনের পুত্র আইয়াছ উদ্দিন (১৩)। এছাড়া কলাউজান ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. সেলিম উদ্দিন। তিনি স্থানীয়ভাবে চিকিৎসাসেবা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা ডা. শেখ মোহাম্মদ ফয়সাল জানান, নির্বাচনী সহিংসতায় ১৫ জন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে আশংকাজনক অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!