ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় খাদ্যের সন্ধানে শাবক নিয়ে মা বন্যহাতি লোকালয়ে

লোহাগাড়ায় খাদ্যের সন্ধানে শাবক নিয়ে মা বন্যহাতি লোকালয়ে

ফাইল ফটো

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় খাদ্যের সন্ধানে শাবক নিয়ে মা বন্যহাতি লোকালয়ে চলে এসেছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে বনাঞ্চল থেকে ইউনিয়নের গৌড়স্থান লাকড়ি পাড়া এলাকায় চলে আসে। রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শাবকসহ মা বন্যহাতি লোকালয়ে অবস্থান করছে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

স্থানীয় মুহাম্মদ মিজানুর রহমান জানান, সকালে একই ইউনিয়নের পহরচান্দার বনাঞ্চল থেকে বের হয়ে শাবকসহ মা বন্যহাতি গৌড়স্থান লাকড়ি পাড়ার লোকালয়ে অবস্থান করে। লোকালয়ে বন্যহাতি দেখতে পেয়ে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করে। এই সময় উৎসুক জনতা দূর থেকে বন্যহাতি দেখতে ভিড় জমায়। তবে শাবকসহ মা বন্যহাতি কারো কোন ক্ষয়ক্ষতি করেনি। উৎসুক জনতার ভিড় দেখে তারা লোকালয়ের ঝোপঝাড়ে ঢুকে পড়ে।

এদিকে খবর পেয়ে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মনজুর মোরর্শেদ, ডলু বনবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম, ফরেস্টার আবু সৈয়দসহ বনকর্মীরা ঘটনাস্থলে যান। রেঞ্জার মনজুর মোরর্শেদ জানান, শাবকসহ মা বন্যহাতি এখনো লোকালয়ে অবস্থান করছে। তাদেরকে নিরাপদে বনাঞ্চলে পাঠিয়ে দিতে বনবিভাগের লোকজন কাজ করছেন। বনাঞ্চলে খাদ্য ও নিরাপদ বাসস্থানের অভাবে বন্যহাতি লোকালয়ে হানা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!