এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৪ পরিবারের বসতঘর। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় মাষ্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র খায়ের আহমদ, আবছার আহমদ, শফিক আহমদের পুত্র মো. রাজিব ও মো. রিয়াদ।

ক্ষতিগ্রস্তরা জানান, খায়ের আহমদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনে মাটির দেওয়াল ও টিনের ছাউনি বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে আগুনে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।