ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ শিশু গুলিবিদ্ধ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, ৩ শিশু গুলিবিদ্ধ

নিউজ ডেক্স : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে তিন রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (৮ মে) দুপুর ১টার দিকে উখিয়া ১৯নং ক্যাম্পে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে। গুলিবিদ্ধ শিশুরা হলো- ওমর ফারুক (৬), জসিম (৭) ও কলিমুল্লা (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গুলি বিনিময় হয়েছে। এতে তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। গোলাগুলিতে অংশ নেওয়া গ্রুপ দুটি ‘আরসা’ এবং ‘আরএসও’ নামে পরিচিত।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গেছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!