ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | পুটিবিলায় রামবিলা সড়কে কাঠের সাকোঁ ভেঙ্গে পড়ায় জনদূর্ভোগ

পুটিবিলায় রামবিলা সড়কে কাঠের সাকোঁ ভেঙ্গে পড়ায় জনদূর্ভোগ

51

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের রামবিলা সরইয়া সড়কে সরই খালের একমাত্র ব্রিজ বন্যার পানিতে ভেঙ্গে যাওয়ায় জনদূর্ভোগ বৃদ্ধি পেয়েছে। সরইয়া গ্রামের সাথে উপজেলা সদর বটতলী মোটর ষ্টেশনসহ সব জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গৃহবন্দি হয়ে পড়েছেন ওই গ্রামে বসবাসরত প্রায় ৭ হাজার মানুষ। বিপাকে পড়েছে ওই গ্রাম থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী।

পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মোঃ ইউনুছ জানান, রামবিলা সরইয়া সড়কে নির্মিত ব্রিজটি ২০১১ সালে ভেঙ্গে পড়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ব্রিজটি ভেঙ্গে যায়। চেয়ারম্যান আরো জানান, লোকজনের যাতায়াতের সুবিধার্থে ব্রিজের পাশ দিয়ে কাঠের সাকোঁ তৈরি করা হয়েছিল। শেষ পর্যন্ত পানির স্রোতে সেই সাকোঁটিও ভেঙ্গে যায়। ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

এছাড়াও এমচরহাট হতে পশ্চিম গৌড়স্থান পর্যন্ত সড়কটির উপর কেইচার জোরার মুখে নির্মিত ব্রিজটিও ধেবে গেছে। কেইচার জোরাটি ডলুখালের সাথে মিলিত হয়েছে। স্থানীয় মোঃ হাসান, মোঃ নরশেদ ও আহমদ হোসনে জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন বহু সংখ্যক মানুষ যাতায়াত করেন। সন্নিহিত এলাকা থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় ব্রিজটি ধেবে গেছে। যে কোন মুহুর্তে ব্রিজ ভেঙ্গে যেতে পারে।

উপজেলার এলজিইডি প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানিয়েছেন, খুব শিঘ্রই রামবিলা সরইয়া সড়কে সরই খালের উপর ব্রিজ নির্মাণের কাজ শুরুর জন্য পদক্ষেপ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!