ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পাহাড় দখলকারীরা যতই প্রভাবশালী হোক ছাড় দেয়া হবেনা : মায়া

পাহাড় দখলকারীরা যতই প্রভাবশালী হোক ছাড় দেয়া হবেনা : মায়া

bg-120180422140230

নিউজ ডেক্স : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘পাহাড় দখলকারীরা যতোই প্রভাবশালী ও শক্তিশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না। পাহাড়ের পাদদেশ থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ করার ব্যাপারে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। জেলা প্রশাসন যাতে এ ব্যাপারে কোনো নেতা বা প্রভাবশালীকে তোয়াক্কা না করে তাদের কাজ সঠিকভাবে করে।’

মন্ত্রী সকালে পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত কর্মশালা উপলক্ষে র‌্যালি শুরুর পূর্বে এসব কথা বলেন। তিনি বলেন, ‘গতবারের আলোকে এবার যেন মানুষের জানমালের ক্ষতি না হয় সে জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

‘এ জন্য চট্টগ্রাম বিভাগের ৩৫টি উপজেলায় সচেতনতামূলক র‌্যালি হবে। মানুষের যাতে ক্ষতি না হয় সে জন্য এখন থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনকে সরিয়ে আনতে হবে।’

প্রতিদিন সকালে আবহাওয়া বার্তা শোনার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ১০৯০ নম্বরে ডায়াল করার পরামর্শ দেন মন্ত্রী।

এ সময় সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

সকালে নগরীর সার্কিট হাউস থেকে সচেতনতামূলক র‌্যালিটি কাজীর দেউড়ি মোড় হয়ে কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালিতে ‘প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দরকার আগাম সতর্কতা’, ‘পাহাড়ের ঢালে বসত না গড়ি, জীবন রক্ষায় সচেতন থাকি’, ‘পাহাড়কাটা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ’, ‘পাহাড়ের ঢালে করবো না বাস, মৃত্যুঝুঁকি হবে হ্রাস’, পাহাড়ধস সম্পর্কিত এসব ফেস্টুন প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!