Home | দেশ-বিদেশের সংবাদ | পাসের হার কমলেও শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী

পাসের হার কমলেও শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজ ডেক্স : পাসের হার কমলেও শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তোমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। কারণ তোমরাই তো আগামী দিনে বাংলাদেশের হাল ধরবে। এজন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে।

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বরিশাল ও বান্দরবান জেলার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তখন বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক। কে পাহাড়ি কে বাঙালি এটা বিবেচ্য নয়, আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!